কোম্পানীগঞ্জে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ঃ কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ ফেব্রæয়ারী বেলা ১১টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব)
প্রশান্ত চক্রবর্তী।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাফর উল্যাহ খানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ড.সাইফুল্যাহ মনছুর, সরকারী মুজিব কলেজের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আবদুল্লাহ আল মামুন, ইসলামী ব্যাংকের অফিসার মিজানুর রহমান, বিশিষ্ট শিল্পতি জসীম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন খাঁন, চরকাঁকড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ফেরদাউস আরা মায়া, প্রমুখ।
এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। অতিথিদেরকে সম্মাননা দেওয়া হয়।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, আজকের বিদায় অনুষ্ঠান বিদায় নয়, এটি তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমার এস.এস.সি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তিনি আরও বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ।