কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীদের উদ্যাোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গন মিছিল শেষে পথ সভায় জনতার ঢল
মোঃ খলিলুর রহমান খলিল নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এডভোকেট এম এ মান্নান ও কাজী নাজমুল হোসেন তাপসের গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কার মধ্যেই কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী পৌর বিএনপির উদ্যোগে বিশাল দুটি মিছিল বের করা হয়। আলিয়াবাদ রাস্তার চত্তর থেকে নবীনগর পৌর সদরের দক্ষিণ এলাকার নেতৃবৃন্দ ও নবীনগর জমিদার বাড়ীর মাঠ থেকে পৌর সদরের উত্তর এলাকার নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল দুটি মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেটের সামনে এসে জড়ো হয়, সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,১৬/ ১১/২৪ শনিবার পৌর এলাকার বড় বাজারে একটি সভাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে এক গ্রুপের অনুষ্ঠান স্থগিত করা হলেও তাপস গ্রুপের মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে, একই স্থানে উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. এম এ মান্নান গ্রুপের নেতৃত্বে একটি কর্মীসভার আয়োজনের প্রস্তুতি ছিলো।
তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় গ্রুপের কাউকে সভা আয়োজনের অনুমতি না দেওয়ার পরও কাজী নাজমুল হোসেন তাপস গ্রুপের উদ্যোগে অসংখ্য নেতাকর্মী সমবেত হন।
সমাবেশে পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আবু সাইদের সভাপতিত্বে ও যুবদলের সাবেক আহবায়ক মফিজুর রহমান মুকলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুঞ্জু, সাবেক পৌর মেয়র মাঈন উদ্দিন মাইনু , পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সাহাবুদ্দিন, শফিক মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক এমদাদ হোসেন মাহমুদ,পৌর যুবদলের আহবায়ক আলী আজম,নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল হক রুবেল,কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজু খান,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদ,কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সামদানী রিদয়,সাবেক সদস্য সচিব সজিব,জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক তপু,পৌর যুবদল নেতা আনোয়ার হোসেন, শাহীন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
হাজার হাজার নেতাকর্মীদের অবস্থানে নবীনগর সমবায় মার্কেট এর সামনে স্বরনকালের বৃহৎ একটি পথ সভা অনুষ্ঠিত হয়।
নবীনগরে দুই গ্রুপের অনুষ্ঠান নিয়ে গত একসপ্তাহ যাবৎ যে ভয়াবহ সংঘর্ষের আশংকা ছিল এই ধারণাকে মিথ্যা প্রমান করে কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীরা বুদ্ধিমত্তার সাথে বড় বাজারের মাত্র দুইশত ফুট দূরত্বে শান্তিপূর্ণ সভাবেশ করলেন।
যা নবীনগরের সর্ব মহলে প্রশংসার দাবি রাখে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, “একই স্থানে জনসভা হলে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা থাকে, তাই আমরা দুই পক্ষের কাউকেই বড় বাজারে সভা করার অনুমতি দেয়নি।