গাজীপুরে টঙ্গীতে আবাসিক হোটেলে মিলল নির্মাণ শ্রমিকের মরদেহ
সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকার একটি আবাসিক হোটেল থেকে ০৯ জুলাই বিকেল পৌঁনে চারটার দিকে এক নির্মাণ শ্রমিকের
রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।
হোটেলটির রেজিস্টার খাতা অনুযায়ী মৃত ওই নির্মাণ শ্রমিকের নাম হাফেজ (৪৫)। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বনগ্রাম এলাকার হান্নান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ওই আবাসিক হোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন হাফেজ। হোটেল ভাড়া নেওয়ার সময় নিজেকে নির্মাণ শ্রমিক পরিচয় দিয়েছিলেন তিনি। ০৮ জুলাই সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাফেজ হোটেলে তার ভাড়া নেওয়া কক্ষে আসেন।
০৯ জুলাই দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাকে ডাকতে যান। এ সময় তার সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ হোটেলের ওই কক্ষ থেকে উলঙ্গ অবস্থায় হাফেজের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
হোটেলের ম্যানেজার মুরাদ হোসেন বলেন, ‘গত কয়েক মাস ধরে নিজেকে রাজমিস্ত্রী পরিচয় দিয়ে হোটেলটির একটি কক্ষ ভাড়া নেন হাফেজ।
০৮ জুলাই রাতে তিনি হোটেলে আসেন। আজ কক্ষ থেকে বের না হওয়ায় তাকে ডাকা হয়। ডাকা কালে তার কোনো সাড়া না পেয়ে পরে পুলিশে খবর পাঠাই।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘আবাসিক হোটেল ও তার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। হাফিজের পরিচয় শনাক্তে করনে সিআইডির একটি দল ঘটনাস্থলে এসেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।