সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

৩০ বছর আগে মহা বিপন্ন তালিকাভুক্ত বন্য খেজুর গাছের সন্ধান

প্রতিনিধির নাম / ২১৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
Oplus_131072

11

৩০ বছর আগে মহা বিপন্ন তালিকাভুক্ত বন্য খেজুর গাছের সন্ধান
মোঃখলিলুর রহমান খলিলঃ১৩/০৫/২০২৫ মঙ্গলবার দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর জঙ্গলে বনবিভাগের তালিকায় ত্রিশ বছর আগে মহা বিপন্ন বন্য বা খুদি খেজুর গাছের সন্ধান পাওয়া গিয়েছে। খুদে খেজুর গাছ কান্ডবিহীন ও বামুন আকৃতির। স্বাভাবিক খেজুর গাছ বা আরবি খেজুর গাছের মতো এটি বড় হয় না। তবে এর পাতা বড় খেজুর গাছের মতো কাটাযুক্ত।খুদি খেজুর গাছের বৈজ্ঞানিক নাম ফিনিক্স একাউনিক্স।পৃথিবীতে ১০০ এর উপর মহা বিপন্ন উদ্ভিদ আছে তার মধ্যে পাঁচটি রয়েছে মহা বিপন্ন। এই মহা বিপন্ন তালিকাভুক্ত হলো খুদি খেজুর। বাংলাদেশের আর কোথাও বন্য খেজুর গাছের সন্ধানের কোন তথ্য বন বিভাগের নিকট নেই।এই খেজুর কাচাঅবস্থায় দেখতে লাল আর পাকা অবস্থায় জামের মতো কালো হয়।বিরল উপজেলার বন বিভাগের বিট অফিসার মহসিন আলী বলেন আমাদের বন বিভাগের সাথে কথা হয়েছে, ওনারা এসে এই ফলটিকে কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে কাজ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ