মোঃখলিলুর রহমান খলিলঃ ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল নবীনগর উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচি শুরু করেন।
পুষ্পস্তবক অর্পণ করেন নবীনগর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল
স্থানীয় জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল দেশের স্বাধীকার আন্দোলন ৬৬ এর ৬ দফা,৬৮ এর আগরতলা ষড়যন্ত্র মামলার ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করেন। ৭০এর নির্বাচন ও ৭১ এর মহান স্বাধীনতার যুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করেন।
শিক্ষার্থীদেরকে ৭ মার্চের প্রেক্ষাপট নিয়ে পড়াশোনা করে দেশ মাতৃকার কল্যানে ভূমিকা পালন করতে বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, পৌর মেয়র এডভোকেট শিব সংকর দাশ, আলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ,জসিম উদ্দীন আহমেদ জহির উদ্দিন সিদ্দিক টিটু, ভিপি আব্দুর রহমান, খায়রুল আমিন, হাবিবুর রহমান হাবিব, শাহ আলম, প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক সংস্কৃতি কর্মী গৌরাঙ্গ দেব নাথ অপু।