সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

সাংবাদিক শাহ আলম খন্দকারের জানাজা শেষে দাফন সম্পূর্ণ

প্রতিনিধির নাম / ১৭৭ বার
আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
Oplus_131072

16

সাংবাদিক শাহ আলম খন্দকারের জানাজা শেষে দাফন সম্পূর্ণ

মোঃখলিলুর রহমান খলিলঃনবীনগর উপজেলার কাইতলা গ্রামের হত্যাকান্ডের শিকার সাংবাদিক শাহআলমের লাশ ময়নাতদন্ত শেষে কাইতলা পশ্চিম পাড়া ঈদগাঁ মাঠে জানাজা শেষ করে কাইতলা কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় তার আত্নীয় স্বজন, গ্রামবাসী ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হিজবুল বাহার,সাংবাদিক লিটন মেম্বার, সাংবাদিক পারভেজ, সাংবাদিক আবদুল হাদী প্রমূখ।
নিউ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহআলম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন
নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান শাহ আলমের পরিবারের জন্য ক্লাবের পক্ষ থেকে অনুদানের প্রতিশ্রুতি দেন এবং হত্যাকান্ডের সাথে জড়িত টাইগার বাবুল সহ সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
শাহ আলম নবী নগর নিউ মডেল প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ছিলেন,তিনি আমাদের মাতৃভূমি পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি ছিলেন।
গত বুধবার ২৫ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টাইগার বাবুল শাহআলম এর উপর তার সাঙ্গ পাঙ্গ নিয়ে হামলা চালাই, হামলার পর শাহআলম মাটিতে লুটিয়ে পড়েন,স্থানীয় ফার্মেসীতে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।স্থানীয়রা টাইগার বাবুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
এই ঘটনায় নিহত শাহ আলমের ভাই আবু তাহের খন্দকার ছয় জনকে আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দাখিল করেন। মামলার আসামিরা হলেন বাবুল টাইগার,হাসান মিয়া,রবি হোসেন ও রিনা বেগম,আকতার হোসেন, জামাল মিয়া সহ অজ্ঞাতনামা দুই তিন জনের নাম উল্লেখ করা হয়।
সাংবাদিক শাহআলম হত্যার খবরে নবীনগরের সাংবাদিক সমাজে তীব্র নিন্দার ঝড় উঠে।
সাংবাদিক শাহ আলম হত্যার বিষয়টি প্রতিটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রকাশ হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম বলেন আমরা খবর পেয়ে তৎক্ষনাৎ ফোর্স পাঠিয়ে প্রধান আসামি বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়,ইতিমধ্যে মামলা নেওয়া হয়েছে,আমরা সর্বাত্মক আইনি সহযোগিতা করবো।
নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নবাগত অফিসার ইনচার্জ শাহিনূর ইসলামকে ধন্যবাদ জানান আইনি প্রক্রিয়ায় সর্বোপরি সহযোগিতা প্রদান করাই।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ