হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
তানভীর ইসলাম আলিফ
কুমিল্লা (হোমনা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় নবীকূলের শিরমনি, বিশ্বনবী ও রাসূল এবং সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ হোমনা উপজেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১০ টার দিকে একটি জশনে জুলুস হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কবরস্থান সংলগ্ন কাদেরিয়া তৈয়েবিয়া হাফিজিয়া সুন্নী মাদ্রাসার মাঠে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার আল কাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আতিকুর রহমান, ইসলামী ফন্ট্রের সভাপতি, মোঃ কবীর হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সালাম,আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান,ইসলামী ফ্রন্টের সাহিত্য সম্পাদক হাফেজ নিজামুদ্দিন, যুব সেনা সভাপতি ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন, যুবসেনা সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন,ছাত্র সমাজ সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন মাইজভান্ডারী, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা মমিনুল হক প্রমুখ।