রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

মসজিদ স্থানান্তরের পরও মালামাল হস্তান্তরে বাধা ও আত্মসাৎ করার অভিযোগ

প্রতিনিধির নাম / ৩৯২ বার
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
oplus_1026

28

মসজিদ স্থানান্তরের পরও মালামাল হস্তান্তরে বাধা ও আত্মসাৎ করার অভিযোগ
মোঃ খলিলুর রহমান খলিলঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় আল হাসান আল হোসাইন জামে মসজিদের মালিকানা ও মালামাল স্থানান্তর ও নগদ অর্থ আত্মাসাৎ এর অভিযোগে আজ মসজিদ প্রাঙ্গণে জুম্মা নামাজের পর মুসল্লিরা মানব বন্ধন করেন।
মসজিদের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হান্নান মহুরী, ক্যাশিয়ার জীবন মিয়া।
২০২০ সালে ব্যাংকার জাকারিয়া পারভেজের পৈতৃক সম্পত্তিতে ৫ শতক জায়গার উপর মহল্লা বাসী মিলিত হয়ে একটি টিনের মসজিদ নির্মাণ করেন। মুসল্লীরা অভিযোগ করেন মসজিদ প্রতিষ্ঠার পর থেকে জাকারিয়া পারভেজ এর পরিবারের সদস্যরা তাদের সাথে খারাপ আচরণ করেন ও কথায় কথায় মসজিদের মালিকানা নিজেদের বলে দাবি করেন ও জায়গা মসজিদের নামে ওয়াকফা করেও দিচ্ছে না।
এই অবস্থায় এলাকাবাসীকে হানিফ মিয়া তার পৈতৃক সম্পত্তির পাচশতক জায়গা মসজিদের নামে ওয়াফকা করে দেন।হাসান হোসাইন জামে মসজিদের মুসল্লীরা পারভেজের বাড়ীর পুরাতন মসজিদের স্থাপনা উচ্ছেদ করে নতুন দানকৃত জায়গায় মসজিদে নিতে চাইলে পারভেজ বাধা সৃষ্টি করেন।নবীনগর উপজেলা প্রশাসনকে অবগত করে, সামাজিক ভাবে ও ফয়সালা করতে পারে নাই কেউ।মোজাম্মেল হক বলেন আমাদের মসজিদের যাবতীয় মালামাল স্থানান্তর চাই ও ব্যাংকের আটককৃত টাকা আমরা উত্তোলন করতে চাই।
এ বিষয়ে জাকারিয়া পারভেজের নিকট জানতে চাইলে তিনি বলেন আমাদের মসজিদের মালামাল কিছু ওনারা দান করেছেন, দানকৃত মালামাল কি কেউ নিতে পারে, আর ব্যাংকে মাত্র ১লক্ষ ষোল হাজার টাকা ছিলো ওনারা একলক্ষ টাকা উত্তোলন করছেন এখন ব্যাংকে ষোল হাজার টাকা আছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ