সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

আদর্শ শিক্ষক ইয়ার হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ৬৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

15

আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক জনাব ইমরান হোসেন স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তিনি এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে আগামী ১ সেপ্টেম্বর খারেরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করবেন। প্রতিষ্ঠানটিতে দীর্ঘ ৭ বছর শিক্ষকতা করার পর বিদায় নেওয়ার প্রাক্কালে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইমরান হোসেন স্যার ছিলেন এক জন আদর্শ শিক্ষক। তাঁর আন্তরিকতা, নিষ্ঠা ও স্নেহময় আচরণে শিক্ষক-শিক্ষার্থী সবার কাছে তিনি প্রিয় হয়ে উঠেছিলেন। বিদ্যালয়ের প্রতিটি সাফল্যের পেছনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী শিক্ষক ইমরান হোসেন স্যার বলেন, “দীর্ঘ ৭ বছর এই প্রতিষ্ঠানে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের অমূল্য সম্পদ। সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসা আমি কখনও ভুলবো না। নতুন কর্মস্থলেও আমি সর্বোচ্চ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।”

অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মজীবনের সফলতা কামনা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ