নরসিংদীতে যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত — “ছিয়াশির সবুজ পরিবেশ আগলে রাখবে বাংলাদেশ”
নরসিংদী প্রতিনিধি:
“ছিয়াশির সবুজ পরিবেশ আগলে রাখবে বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যৌথভাবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে রোটারি ক্লাব অব মেঘনা নরসিংদী এবং এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের সহকারী প্রধান বন সংরক্ষক মোঃ মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সাটিরপাড়া কালীকুমার স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি ইলিয়াছ আলী ভূঁইয়া,
এসএসসি ব্যাচ ’৮৬ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা অ্যাডমিন কাজী মোহাম্মদ আশরাফুল হক (সোহেল),
সাটিরপাড়া কালীকুমার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব,
নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নিহার রঞ্জন দাস,
রোটারি ক্লাব অব মেঘনা নরসিংদীর সভাপতি শংকর লাল সাহা।
বৃক্ষ রোপন প্রজেক্টের (২০২৪-৩০) বাংলাদেশ প্রজেক্ট কনভেনার রোটারিয়ান পিপি মোঃ মাসুদুর রহমান মাসুদ, পিএইচএফএমসি, এর সঞ্চালনা করেন এবং ৮৬’র সেক্রেটারি গোলাম কবির দিনার ও মেঘনা ক্লাবের সেক্রেটারি মোঃ নাসির উদ্দিন-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আগামী ৫ বছরে ১৯৮৬ হাজার বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে সবুজে সুশোভিত একটি বাংলাদেশ গঠনের উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।