রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

বাঞ্ছারামপুরে এনসিপির কমিটি গঠন

প্রতিনিধির নাম / ৯৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

11

বাঞ্ছারামপুরে এনসিপির কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দলটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

আগামী তিন মাসের জন্য গঠিত এই কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে মোহাম্মদ মাইনউদ্দিনকে। যুগ্ম সমন্বয়কারী করা হয় শামীম মিয়াকে।

আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত কমিটির মেয়াদ থাকবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তাজরিয়ান আহাম্মদ সামি, মোহাম্মদ হানিফ মিয়া, জামির আহম্মেদ, সাকিব হাসান, তানভীর সরকার, মোহাম্মদ শাহীন রানা, সোহাগ আহম্মেদ, ইয়াসিন শুভ, ইয়াসিন মিয়া, সোহেল মাহমুদ, মঈনুদ্দিন, শিমুল মিয়া, সাইদুল ইসলাম, নাহিদুল ইসলাম মামুন, মনির হোসেন, দ্বীন ইসলাম, হৃদয় মিয়া, দিলাওয়ার রুহানি ও শাহীন আহম্মেদ সাজু।

কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তি নিয়ে আমরা পথ চলবো। যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে আমরা জুলাই আন্দোলন করেছি তা থেকে পিছপা হবো না। জনগণকে সাথে নিয়ে দেশের কল্যাণে নিয়োজিত থাকার প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি। সুষ্ঠু সমাজ বিনির্মাণ ও বৈষম্যমুক্ত এক স্বপ্নের বাংলা গড়তে সবার পাশে রয়েছে এনসিপি।

কমিটির সদস্য হানিফ মিয়া বলেন, এই উপজেলার মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করবে এনসিপি। দেশ ও জাতির কল্যাণে যা করার তাই করবো। সবাইকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ