মোঃখলিলুর রহমান খলিলঃ ১৭ /০৫/২০২৫ রোজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা বিএনপির অর্থ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নাজমুল হোসেন তাপস এর নেতৃত্বে স্মরণকালের বিশাল আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি নবীনগর আলিয়াবাদ বাস স্টেশন থেকে শুরু হয়ে লম্বায় আদালত পর্যন্ত হয়।দীর্ঘ এক কিলোমিটার দৈর্ঘ্যের এই মিছিলটি সাম্প্রতিক সময়ের শ্রেষ্ঠ মিছিল।বিকাল সাড়ে চারটায় আলিয়াবাদ বাস স্টেশন থেকে শুরু হয়ে আদালত পর্যন্ত গিয়ে পূনরায় ঘুরে এসে সমবায় মার্কেট এর সামনে পথসভা অনুষ্ঠিত হয়।মিছিলকে কেন্দ্র করে গত তিনদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয়েছে। নবীনগরের প্রতিটি ইউনিয়ন ও পৌর সদরের দায়িত্ব প্রাপ্ত নেতারা দূপুরের পর থেকে বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে নবীনগর আলিয়াবাদ বাস স্টেশন এসে জমায়েত হতে থাকে।
মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই নবীনগরের বিএনপির রাজনীতি কাজী নাজমুল হোসেন তাপসের অনুকূলে চলে আসে।কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী নেতা কর্মীরা অধিকাংশ জেলা বিএনপির কমিটিতে স্থান পায়।জেলা কমিটিতে কাজী নাজমুল হোসেন তাপস অর্থ বিষয়ক সম্পাদক হওয়ার পর থেকে নবীনগরে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যায়। কাজী নাজমুল হোসেন তাপস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আসনের সাবেক চারবারের সাংসদ বীরমুক্তিযুদ্ধা জননেতা কাজী আনোয়ার হোসেন এর একমাত্র যোগ্য উত্তরসূরী।তিনি তার বাবার রাজনৈতিক আদর্শকে ধারণ ও লালন করেন।তার বাবার সকল শ্রেণির রাজনৈতিক নেতা ও কর্মীরা তাকে তার বাবার আসনে বসিয়েছেন।তিনিও তাদের সাথে বাবার ন্যায় সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন।
আনন্দ মিছিলে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে
জেলা বিএনপির নব নির্বাচিত অর্থ সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস
উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম এর সভাপতিত্বে
বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান মন্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, নবগঠিত কমিটির সদস্য আবুসায়েদ,হযরত আলী, এনামুল হক, আশরাফুল আলম রুবেল,মফিজুল ইসলাম মুকুল,আলী আজ্জম প্রমূখ।