রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

কাইতলা দক্ষিণ ইউনিয়নে লেগেছে উন্নয়নের ছোঁয়া।

প্রতিনিধির নাম / ১৩২ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

11

কাইতলা দক্ষিণ ইউনিয়নে লেগেছে উন্নয়নের ছোঁয়া।

আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলা কাইতলা দক্ষিণ ইউনিয়নে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন কাজ চলছে।
সম্প্রতি সৈয়দ পাড়া হতে জনাব শওকত আলী চেয়ারম্যান সাহেবের বাড়ি পর্যন্ত এবং সৈয়দ পাড়া হতে সড়ক বাজার পর্যন্ত রাস্তা পুনঃসংস্কার কাজ চলমান রয়েছে।অন্যদিকে সৈয়দ পাড়া হতে ইম্ফুসাহ মাজার হয়ে চন্দ্রপুর রোডটিরও কাজ শীগ্রই শুরু হবে বলে জানিয়েছেন উৎসুক জনতা। বল্লভপুর ব্রীজ হতে বিটঘরের রাস্তার কাজও চলছে পুরোদমে।মেইন রাস্তা থেকে ইউনিয়ন কমপ্লেক্সে যাওয়ার জন্য চলছে মাটি ভরাটের কাজ।
এতগুলো কাজ দেখে আনন্দিত এলাকাবাসী।তারা বলেন আমরা অনেকদিন যাবৎ এই কাজগুলোর জন্য আশায় ছিলাম অবশেষে পূর্ন হচ্ছে আমাদের গ্রামের অনেক সপ্ন।
এই কাজ বাস্তবায়নে ইউনিয়নের স্হানীয় মেম্বার সহ এলাকার সবাই প্রচেষ্টা করেছেন বলে জানা যায়।এছাড়াও স্কুল,কলেজ,ব্যাংক-বীমা বাজার সহ অনেক কিছুর ব্যাপক উন্নয়ন হচ্ছে।আজ সোমবার (২৮ এপ্রিল) রাস্তাটি ঘুরে দেখলেন কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এনামুল হক।জনাব আল-আমিন,জনাব মাওলানা আনিসুর রহমান।জনাব দুলাল,জনাব গিয়াসউদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ