শিরোনাম :
১৭ বছরপর সব থেকে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য কাইতলা দক্ষিণ ইউনিয়নে লেগেছে উন্নয়নের ছোঁয়া। একুশেপদকপ্রাপ্ত আলী জাকেরের ছেলে ইরেশ জাকের নামে হত্যা মামলা ভূগর্ভস্থ পানির স্থর(Ground Water)বিপর্যয়ে ভোগান্তিতে নবীনগর পৌরবাসী গ্রীষ্মকালীন ছুটি কাজে আসে না কৃষক পরিবারের শিক্ষার্থীদের কোম্পানীগঞ্জে বশত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট থানায় অভিযোগ কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার নবীনগর শ্যামগ্রাম ইউনিয়নে জামায়াতের গণসংযোগ মহানগর ডিঙিয়ে কিশোর গ্যাং আতংক এখন নবীনগরে নবীনগরে রাতে আধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে কন্টাকটারের ক্ষমতা দেখিয়ে
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

নবীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০জন গরীব ও অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ!

প্রতিনিধির নাম / ৫১ বার
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

,🔴নবীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০জন গরীব ও অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ!
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””‘”‘””””””””””””””আলউদ্দিন আকাশঃ
ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের ভিটিবিশাড়া গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাতিক্রমী উদ্যেগ। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্য প্রতিবছরের ন্যায় এবারও অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। ভিটিবিশাড়া মুন্সি আঃ গফুর হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানার প্রতিষ্ঠাতা, আছিয়া মহসিন ও ফকরুজ্জামান আজাদ এবং ভিটিবিশাড়া মুন্সি পাড়া শাপলা যুব সংগঠনের যৌথ উদ্যেগেও অর্থায়নে প্রায় ১৫০টি অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ কর্মসূচি শনিবার সম্পূর্ণ হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে গরীব-দুঃখী,এতিম,অসহায় পরিবারের সদস্যরা বিতরণকৃত গরুর মাংস পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরে। তারা ভিটিবিশাড়া মুন্সি আঃ গফুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আছিয়া মহসিন ও ফকরুজ্জামান আজাদ ও ভিটিবিশাড়া মুন্সি পাড়া শাপলা যুব সংগঠনকে কে প্রতিবছর গরুর মাংস ও ঈদসামগ্রী বিতরণ কর্মসূচী অব্যাহত রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানান। পাশাপাশি তারা সংগঠনের প্রত্যেক সদস্যদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

“আসো আমরা ঐক ঘড়ি দারিদ্রতা দূর করি”
এই স্লোগানকে প্রতিপাদ্য করে
ভিটিবিশাড়া মুন্সী আব্দুল গফুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা জনাবা আছিয়া মহসিন ও জনাব ফকরুজজামান আজাদ ও ভিটি বিশাড়া মুন্সি পাড়া শাপলা সংগঠনের যৌথ অর্থায়নে সার্বিক তত্ত্বাবধানে ১৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ কর্মসূচি অনুষ্ঠান ভার্চুয়ালী যুক্ত হয়ে সভাপতিত্ব করেন উক্ত শাপলা যুব সংঘঠনের সভাপতি জনাব ইয়া শরীফ হাসান কামাল ও শাপলা যুব সংগঠনের সেক্রেটারি সৌদিআরব প্রবাসী মো. হেলাল নেয়ামতের সার্বিক তত্ত্বাবধানে উক্ত সংগঠনের একক ঝাঁক সেচ্ছাসেবীদের সেচ্ছাশ্রমে এসময় গন্যমান্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ