নবীনগরে নিরপরাধ কোন ব্যক্তি হয়রানির স্বীকার হবে না সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক
মোঃ খলিলুর রহমান রহমান ঃআজ ১৯/ ১১/ ২৪ রোজ মঙ্গলবার সকাল দশটায় নবীনগর উপজেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুর রাজ্জাক। নবীনগর থানার চৌকিদার শেটে তিনঘণ্টা ব্যাপী চলে মত বিনিময় সভা।
পরিচয় পর্ব দিয়ে সভা শুরু হলে নবাগত ওসি নিজের ব্যক্তিগত পরিচয় দিয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনায় ওসি আব্দুর রাজ্জাক মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন।মাদক জোয়া ,চুরি,ডাকাতি রোধে তিনি সাংবাদিক সহ সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের প্রশ্ন ছিল, ” নবীনগর থানায় হামলা ও ভাঙচুর মামলায় অজ্ঞাত আসামী হওয়ার ভয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বাড়ী থেকে পালিয়ে বেড়াচ্ছে এই বিষয়ে আপনার মন্তব্য কি?
তিনি উত্তরে বলেছেন আমরা কোন অপরাধে সংশ্লিষ্ট না থাকলে তাদেরকে গ্রেফতার করবো না আর নিরাপরাধ কোন ব্যক্তির নামে মামলা নেওয়ার সুযোগও নেই।
এ দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলও স্পষ্ট বার্তা দিয়েছেন যাচাই বাঁচাই না করে হয়রানি মূলক মামলা যারা নিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক ১৩/১১/২৪ তারিখে নবীনগরে যোগদান করেন।তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন আমার কোন অফিসার যদি ঘোষ বানিজ্যের সাথে জড়িত থাকে প্রমান পেলে নবীনগর থানায় থাকার সুযোগ পাবে না।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু,নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, নবীনগর রিপোটার্স প্রেস ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আবু কাওসার,নবীনগর থানা প্রেস ক্লাবের সভাপতি জসীম উদ্দীন,সাংবাদিক কল্যান সমিতির সভাপতি হেলাল উদ্দীন, রিপোটার্স প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক কল্যান সমতির সাধারন সম্পাদক সোহেল খান সহ অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিতছিলেন।