নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ খলিলুর রহমান খলিলঃ আজ ২৩ অক্টোবর বুধবার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমকে বিদায় সংবর্ধনা প্রদান করেন নবীনগর প্রেস ক্লাব।
নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এর সভাপতিত্বে, নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সৌরাফের পরিচালনায়
বিদায়ী সংবর্ধিত অতিথি নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম হোসেন খান টিটু,শ্রমিক দল নেতা মোঃ ইলিয়াস আলী,নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ক্লান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানী,নবীনগর পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবুল বাশার,মতিন ভূইয়া ফাউন্ডেশনের পরিচালক মাওলানা সানাউল্লাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন,জালাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,প্রফেসর দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, মিনহাজ, মোহাম্মদ হোসেন শান্তি , শাহনূর খান আলমগীর,নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান, আইকে ইব্রাহিম,মিঠুধর চৌধুরী, জামাল হোসেন পান্না,পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্র ধর পলাশ, মনিরুল ইসলাম বাবু,মাহাবুব মোর্শেদ, সোহেল খান প্রমূখ।