শিবগঞ্জে বিল দখল ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের কুমিরাদহ বিল দখল ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, শনিবার সকাল এগারোটায় উপজেলার মোনাকষা ইউনিয়নের কুমিরাদহ বিলে ৫০০ মৎস্য জীবির ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিলের ইজারাদার আলফাজ উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩১ জুলাই ২০২৪ ইং তারিখে সকাল এগারোটায় কাইয়ুম রেজা চৌধুরীর ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবীন মাহবুবের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করি, সংবাদ সম্মেলনের পর থেকে, আমাকে ও আমার শেয়ারদার গণের প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে আসছেন, গত ৩১ জুলাই সংবাদ সম্মেলনের রাতে আমাকে হত্যার উদ্দেশ্যে কাইয়ুম রেজা চৌধুরী ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবীন মাহবুবের হুকুমে তার লোকজন পথরোধ করে মারধর করেন, আমার চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,নিয়ম মাফিক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী সাবেক এমপি জারা জাবীন মাহবুবের বাবা কাইয়ুম রেজা চৌধুরীর নিকট থেকে ০১ মার্চ ২০২৩ হতে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কুমিরাদহ বিল ইজারা নেওয়া হয়েছে। ইজারা নেওয়া থাকলেও জারা তার লোকজনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি আরও বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জারা জাবীন মাহবুব নিজে উপস্থিত থেকে বিলের ধারে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ করেছে৷ এছাড়াও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এমপি জারা৷ এনিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবার বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। তিনি জানান থানায় লিখিত অভিযোগ করলেও তা তদন্ত হচ্ছে না। এনিয়ে বিভিন্ন হুমকি-ধামকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে মৎস্যজীবীরা।
এসময় তিনি বলেন জনগণের মাধ্যমে জানতে পারি আমাকে ও আমার মৎস্যজীবী দের হত্যা করার জন্য বিশ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেছেন কাইয়ুম রেজা চৌধুরী ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবীন মাহবুব।।
এবিষয়ে সাবেক সংসদ সদস্য জারা জাবীন মাহবুবের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেলেও তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।