বোদা পাথরাজ নদীর বাঁধ পরিদর্শন করেন মেয়র মহোদয়।
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা পৌর সভা ১নং ওয়ার্ড পাথরাজ নদী বাঁধের পরিদর্শন করেন বোদা পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ্ব মোঃ আজাহার আলি। উক্ত বাধ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বোদা পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়। দীর্ঘ ৩০ বছর ধরে পাথরাজ নদী বাঁধের নির্মাণ কাজ হয়নি, জনগণের বহুদিনের প্রত্যাশা এবারে পূরণ করলেন বোদা পৌরসভার সুযোগ্য মেয়র মহোদয়।এই বাঁধের কাজটি হওয়ায় জনগণের মনে খুশির বন্যা বইছে।পাথরাজ সরকারি কলেজে অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া উল হক জমাদার বলেন আমার কলেজের অনেক ছাত্র-ছাত্রী এই পাথরাজ নদী বাঁধ দিয়ে আসা যাওয়া করে বর্ষা মৌসুমে তাদের অনেক কষ্ট হয়। বর্ষা মৌসুমে কলেজে আসতে অনেক সময় তাদের বই এবং পরনের পোশাক ভিজে যায় তাই বাঁধে একটি ব্রিজ হলে কলেজের ছাত্র-ছাত্রী এবং এলাকার মানুষের অনেক উপকার হবে।আমার বিশ্বাস মেয়র মহোদয় অতি দ্রুত ব্রিজের কাজটি করবেন। কলেজপাড়া বাসিন্দা এমাজ উদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গিয়ে কলেজ পাড়া ইসলামবাগ ঝিনুক নগর প্লাবিত হয়। তিন চার দিন বন্যার পানি লেগে থাকে এতে করে ফসলের অনেক ক্ষতি হয়। ৫ / ৭ একর জমি ধান বন্যার পানিতে ডুবে গিয়ে নষ্ট হয়। পাথরাজ নদী বাঁধের ব্রিজ টি হয়ে গেলে এলাকার মানুষ অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে। সর্বশেষে মেয়র মহোদয় উক্ত পাথরাজ নদী বাঁধের ব্রিজ টি করে দেওয়ার আশ্বাস দেন। তিনি আরো বলেন বাঁধের রাস্তার সব কাজ হয়ে গেছে ব্রিজ টি হবে ইনশাল্লাহ।আপনারা সকলেই পৌর কর পরিশোধ করবেন, কারণ পৌরসভার অর্থায়নে এই উন্নয়নমূলক কাজ গুলি হয়।