ঠাকুরগাঁয়ে সাপের কামড়ে দুই নারী ও এক শিশুর ঘুমন্ত অবস্থায় মৃত্যু :
একে আজাদ. ঠাকুরগাঁওপ্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে শিশু সুভ্রতা জুই (৯) ও সাহারা বানু (৩৯) নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। আজ সকালে সুভ্রতার ও দুপুরে সাহারা বানুর মৃত্যু হয়। তবে তাদের কী সাপে কামড় দিয়েছে সেটি জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ভোরে ঘুমন্ত অবস্থায় বিছানায় সুভাত্রা জুইকে সাপে কামড় দেয়। ব্যথা অনুভব করায় সুভাত্রা তার মাকে জানায় কী যেন তাকে কামড় দিয়েছে। পরে তার মা দেখে একটি সাপ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তবে কোন সাপ সেটি বলতে পারেননি। তাকে চিকিৎসার জন্য ওঝা ডেকে আনা হয়। পরে তার অবস্থা অবনতি হয়ে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ির কাজ করার সময় সাপের কামড়ে আক্রান্ত হন শাহারা বানু। বৃষ্টির কারণে সাহারা বানুর কোনো চিকিৎসা করতে পারেনি তার পরিবার। আজ সকালে সাহারা বানুকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পথে সাহারা বানুর মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আহাদুজ্জামান সজিব জানান, সাপের কামড়ে আক্রান্ত নারী হাসপাতালে আসতে দেরি করায় সময়মত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। সে কারণে তার মৃত্যু হয়েছে।