শ্রীপুর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন।
সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট জামিল হাসান দূর্জয়ের ২ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রোমান আলী টুসি। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় সরকার যত বেশি শক্তিশালী হবে নাগরিকরা তত বেশি উন্নয়নের সুফল ভোগ করবে।
স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।
এদিকে ২য় ধাপে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হন এডভোকেট জামিল হাসান দুর্জয়। গত মাসের ২৫ তারিখে তিনি শপথ নেয়ার পর ০২ জুলাই উপজেলা কার্যালয়ে এসে দায়িত্ব বুঝে নেন। এর আগে চেয়ারম্যান কে বরণ করে নিতে হাজার হাজার নেতাকর্মী উপজেলা চত্বরে সকাল থেকেই ভিড় করেন। এছাড়াও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুরের পৌর মেয় র পৌর মেয় র আনিসুর রহমান সহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।