নবীনগরে হাসপাতালে অভিনব কায়দায় চুরি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে প্রতিদিন ১০০০ থেকে ১২০০ রুগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন।এই বিশাল উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা গ্রহীতারা হাসপাতালে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে সিরিয়াল অনুযায়ী চিকিৎসা নিয়ে থাকেন, প্রচন্ড ভিড়ের মাঝে প্রায়ই মহিলা রুগীদের গলার চেইন, কানের জিনিস চুরির ঘটনা ঘটত, সেই চুরচক্রের রশিদা বেগম স্বামী আলমগীর হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে হাতেনাতে আটক করেন লাইনে দাঁড়িয়ে থাকা মহিলারা। অভিযোগ রয়েছে লাইনে দাঁড়িয়ে থাকার সময় এক বয়স্ক মহিলার ঘাড়ে চেন চুরি করার উদ্দেশ্যে হাত দিলে তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ বিষয়ে সরকারি হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বলেন হাসপাতালে প্রায়ই এই ঘটনা ঘটত আজ তাকে হাতেনাতে ধরা হল এবং খালা পুলিশের নিকট হস্তান্তর করা হলো, এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল আলম মুঠো ফোনে বলেন আমরা সংবাদ পেয়ে উক্ত আসামীকে হাসপাতাল থেকে নিয়ে এসেছি মামলা প্রক্রিয়াধীন, তাকে জেল হাজতে পাঠানো হবে।