মোঃ খলিলুর রহমান খলিল ঃ
রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ ৩০ আগস্ট রোজ বুধবার রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ শাহজাহানের সভাপতিত্বে রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কাজী মাজেদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, নবীনগর উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, রতনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কাজী ফকরুল ইসলামমেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি কাইয়ূম আহমেদ,ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আজিজুল ইসলাম জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান অপু, উপজেলা লীগের সাবেক সদস্য হাবিবুল্লাহ খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো সাদেক প্রমূখ।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন রতনপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের আশেকী