শিরোনাম :
নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন। পবিত্র মাহে রমজানে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উপহার সামগ্রী বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের “ঈদ উপহার”দিলেন ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। কৃষকদলের দাপটে সেলিমের ড্রেজার ব্যবসা:প্রতিবাদ করায় হামলা ও চাঁদা দাবি নবীনগরের লাউর ফতেহপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন। আশুলিয়ায় চাচা কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ কটিয়াদীর মন্ডলভোগে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরের সাহেবনগরে পুকুরের মালিকানা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ বৈষম্য ও টেকসই উন্নয়ন (Inequality and sustainable development) আটোয়ারীতে চাঞ্চল্যকর ও ক্লুলেস নারী ধর্ষণসহ হত্যকান্ডের মূল আসামী গ্রেফতার:
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

ইমাম-মুয়াজ্জিনদের “ঈদ উপহার”দিলেন ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।

প্রতিনিধির নাম / ২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ইমাম-মুয়াজ্জিনদের “ঈদ উপহার”দিলেন ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।

আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ২০নং কাইতলা দক্ষিণ ইউনিয়নের কৃতিসন্তান জনাব ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহেবের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মহোদয় গনকে ঈদ উপহার হিসেবে নগদ ৫০০০/-টাকা করে মোট দেড় লক্ষ টাকা প্রদান করেন।

অদ্য ১৩/০৩/২০২৫ইং রোজ বৃহস্পতিবার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মহোদয় গনকে দাওয়াত করে আকাঈদে আহলে সুন্নত ওয়াল জামায়াতের অফিসে বসে আহাদ ফাউন্ডেশনের পক্ষে এই উপঢৌকন প্রদান করেন মাওলানা মুফতি ফরহাদ হোসেন ফরিদি সাহেব।

বক্তারা বলেন, ইমাম ও মুয়াজ্জিন মহোদয় গন সমাজের গুরুত্বপূর্ণ কাজ গুলো সম্পাদন করে থাকেন, কিন্তু তারা সবচেয়ে বেশী অবহেলিত। তাদের প্রতি মাসের হাদিয়া খুব সামান্য, যা দিয়ে একজন ইমাম সাচ্ছন্দ্যে
জীবন কাটানো সম্ভব হয়ে উঠেনা। দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির বাজারে হিমশিম খেতে হয় তাদের।তবুও তারা মুখ ফোটে কারো কাছে কিছু বলেনা। বুকে চাপা কষ্টের সাগর নিয়েও হাসি দিয়ে কথা বলতে হয় তাদের।
এই কৃত্রিম হাসি আর কতদূর? প্রশ্ন রয়ে গেলো জাতির মসজিদ কমিটির উপর।
এছাড়াও বক্তারা আরো বলেন, দেশ এবং জাতির ক্লান্তিলগ্নে সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মহোদয় গন কে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নাজির হোসেন,হাফেজ আসাদুল্লাহ,হাফেজ নূরুল আমিন,হাফেজ রওশন, হাফেজ হেলাল,মুফতি জোবায়ের আহমদ সিরাজি,মাওলানা ইলিয়াস,হাফেজ সাব্বির,মাওলানা হেলাল উদ্দিন,মুফতি শরীফ আরমান,হাফেজ জাকারিয়া,মাওলানা বদরুল ,মাওলানা রহমত উল্লাহ হবিগঞ্জী,হাফেজ আবদাল হোসেন ,মাওলানা কবির হোসেন,মাওলানা বাছির ,মাওলানা আনিস,হাফেজ সাজিদ,মাওলানা ইয়াছিন,মাওলানা আজিজ, মাওলানা আবুল হোসেন,মাওলানা ইরফান,মাওলানা কাউসার আহম্মেদ, মাওলানা উমর ফারুক,মাওলানা মনির হোসেন, হাফেজ মোশাররফ, হাফেজ রায়হান,হাফেজ আসাদুল্লাহ,মাওলানা উমর ফারুক,হাফেজ ফয়সাল,মাওলানা মাহমুদুল,মাওলানা রবিউল,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক সহোযোগিতায় ছিলেন মাওলানা মুফতি ফরহাদ হোসেন ফরিদি সাহেব।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ