শিবপুরে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত —
নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী, দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।
সভাটি সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাফিজুদ্দীন,
এবং পরিচালনা করেন যুব মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ ও শাখা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আনোয়ার মাহমুদ
,
যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ,সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোল্লা খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর শাখার সহসভাপতি কারী সানাউল্লাহ,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন,সহ সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন,সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন পাঠান
,শ্রমিক মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মামুনুর রশীদ কাসেমী
,সহপ্রচার সম্পাদক ও নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এইচ. এম. আরিফ দেওয়ান,হাফেজ হাফিজুল্লাহ,শিবপুর পৌর সাধারণ সম্পাদক মাওলানা ইবাদুর রহমান,
সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাতেন, যশোর ইউনিয়ন সভাপতি মাওলানা তৈয়বুর রহমান ইদ্রিস,সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,
“খেলাফত মজলিস একটি আদর্শভিত্তিক সংগঠন, যার লক্ষ্য দেশের মানুষের নৈতিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ পুনরুদ্ধার করা।”
তারা আরও বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় দেশ ও জাতির কল্যাণ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তরুণ সমাজের আদর্শিক চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিপুল জনসমাগমে এলাকা জুড়ে এক উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।