ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি (চট্টগ্রাম):
ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ মাসুদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন। আজ সন্ধ্যায় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর স্ত্রী ও ছোট ছোট সন্তান রয়েছে।
সৈয়দ মোহাম্মদ মাসুদ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সমাজসেবক ছিলেন। তিনি গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেছেন। সদালাপী ও অমায়িক ব্যবহারের জন্য সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। কিছুদিন আগেই তিনি সর্বসম্মতিক্রমে ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে ফটিকছড়ি সাংবাদিক সমাজ, শিক্ষা অঙ্গন ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট মহল তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।