রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে একতা বাজার যুব ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১১৮ বার
আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫

11

কোম্পানীগঞ্জে একতা বাজার যুব ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একতা বাজার যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকালে উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সহায়তা করেন- এলাকার কৃতি সন্তান ক্যাপ্টেন শেখ মাসুদ।

কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এই আয়োজনের মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গঠন, প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়া এবং তরুণ সমাজকে পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করার প্রয়াস নেওয়া হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে একতা বাজার যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ফাউন্ডেশনের একজন প্রতিনিধি বলেন, “ক্যাপ্টেন শেখ মাসুদের আর্থিক সহায়তায় আমরা এই মহতি কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ