রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

পরলোকে বৌদ্ধ ভিক্ষু ধর্মানন্দ মহাথের বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ

প্রতিনিধির নাম / ১৩১ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

11

পরলোকে বৌদ্ধ ভিক্ষু ধর্মানন্দ মহাথের বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংঘিক ব্যাক্তিত্ব , রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের পূর্বআবুরখীল তালুকদার পাড়ার শান্তিময় বিহারের উপাসক প্রয়াত যতীন্দ্র লাল বড়ুয়ার পুত্র সংঘপিতা প্রয়াত প্রিয়দর্শী বড়ুয়া ও সংঘমাতা দেবী রানী বড়ুয়া’র কনিষ্টপুত্র এবং পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের নবরূপকার, কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথের মহোদয়ের প্রাণপ্রতিম শিষ্য, রাউজান খামারবাড়ি ধর্মদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের বুধবার ১৮জুন সকাল বেলার আহার গ্রহণ করার সময় স্ট্রোক জনিত কারণে পরলোক গমন করেন।
মৃত্যুকালে এই বৌদ্ধ ভিক্ষু মা, দুই ভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
ধর্মানন্দ মহাথেরর মৃত্যুতে পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের উপাসক উপাসিকা , দায়ক-দায়িকা, বিহার পরিচালনা কমিটি, আবুরখীল সত্যেন্দ্র- মায়া ফাউন্ডেশন সহ বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ