স্বাগত বিশ্বাস নভঃ’র অন্নপ্রাশনে দেবশিশু ভোজন ও পারমার্থিক পূজার্চ্চনা অনুষ্ঠিত
মিলন বৈদ্য শুভ,(চট্টগ্রাম)
বিশ্ববরেণ্য কালজয়ী মণীষা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্ম-অনুভবে “জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ” কিংবা “আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর” অমর কথাগুলো সত্যিই মহাবাস্তব। বহুযোনী পথ পরিভ্রমণ ও বহু সাধনার মহাফসল মহাদুর্লব এই মানবজীবন। একজন মানব শিশু যখন পৃথিবীতে অবতীর্ণ হয় ধরাতলে নেমে আসে আনন্দের কলরব। ধর্মীয় রীতি, নীতি,প্রথা,
আচার,আচরণ,অনুশাসন ও সামাজিক সংস্কার,কর্তব্য,কৃষ্টি অনুসারে তার জন্যে বাঁধা থাকে কিছু নিয়ম,কানুন ও আচার
আনুষ্ঠানিকতা। যে সামাজিকতা গুলো পালনের মাধ্যমে সমাজবদ্ধ জীবন হয়ে উঠে ঐক্য ও
সু-শৃঙ্খলাবদ্ধ। পাশাপাশি সকলে সঞ্চয় করে মহাপূণ্য। তেমনই একটি সংস্কার হলো শুভ অন্নপ্রাশন তথা শিশুমুখে প্রথম অন্নস্পর্শ অনুষ্ঠান।
গত ৮ জুন রোজ রবিবার দিনব্যাপী বিপ্লবতীর্থ রাউজান উপজেলার অন্তর্গত উত্তর গুজরাস্থ বিশ্ববন্দনীয় মাতৃসাধক শ্রীশ্রীঅন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ প্রকাশ আদ্যাপীঠাঙ্গনে বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি,মনস্বী
শিক্ষাবিদ্,গবেষক ও বহুবিধ
গ্রন্থপ্রণেতা মাতৃসাধক প্রফেসর ডাঃ সুনীল কান্তি বিশ্বাস (ভক্তি-রত্ন)’র নাতি, বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক,
ভাগবতীয় বক্তা,গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাউজান প্রেস ক্লাবের শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস (শঙ্করেশ) ও মাস্টারদা সূর্যসেন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক সঙ্গীতপ্রেমী মণীষা সেনের দ্বিতীয় পুত্ররত্ন শ্রী স্বাগত বিশ্বাস (নভঃ)’র শুভ অন্নপ্রাশন উপলক্ষে আয়োজন করা হয়েছিল দেবশিশু ভোজন ও মাঙ্গলিক পূজার্চ্চনা।
সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আয়োজিত অনুষ্ঠান মালায় ছিলো নোয়াপাড়া মহাযোগী বাবা লোকনাথ আশ্রমে মাঙ্গলিক পূজা,
শ্রীমাঙ্গনে পূজা,গীতাপাঠ,পুষ্প জলে স্নান,পঞ্চপুকুরের জলে স্নান,মাতৃতীর্থ আদ্যাপীঠ অঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বোলন,মাতৃবস্ত্র প্রদান,মাঙ্গলিক পূজার্চ্চনা, আদ্যাস্তোত্র পাঠ,সমবেত প্রার্থনা,
ঢাকের আরতি,দেবশিশু ভোজন ও প্রসাদ আস্বাদন।
অনুষ্ঠানে স্বাগতের উজ্জ্বল ভবিষ্যত কামনায় আশীর্বাণী প্রদান করেন আদ্যাপীঠের প্রধান পুরহিত শাস্ত্রজ্ঞ পণ্ডিত শ্রী তপন চক্রবর্তী,শিক্ষাবিদ্ পণ্ডিত ব্যক্তিত্ব প্রফেসর ডাঃ শ্রী সুনীল কান্তি বিশ্বাস,কেশীঘাট শ্রীধাম বৃন্দাবনস্থ শ্রীশ্রীরাধামুরারীমোহন সেবাকুঞ্জের অন্যতম সেবক,বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা কর্মপ্রেমী অধ্যক্ষ শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজ,কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক,প্রশিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী ঝুলন দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
গণমাধ্যমকর্মী মিলন বৈদ্য শুভ, কাপ্তাই জয়কালী মন্দিরের উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী শ্রী রতন সেন,শুভম্ মিউজিক্যাল গ্রুপের কর্মকর্তা সঙ্গীতশিল্পী শ্রী পঙ্কজ বনিক,শুভম্ সঙ্গীত বিদ্যাপীঠের প্রধান প্রশিক্ষক শিক্ষানুরাগী শ্রী রকি বিশ্বাস,
শ্রীমৎ রতন সাধু সহ অনেকে।
দূর দূরান্ত হতে মাতৃবিগলিত বহু ভক্তের সৌষ্ঠব সমাগমে এক ঐশী মিলন মেলায় পরিণত হয়েছিলো মহাতীর্থ আদ্যাপীঠ অঙ্গন।