অর্থের অভাবে খালেদা আক্তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার ভীমপুকুর গ্রামের বাসিন্দা খালেদা আক্তার জটিল রোগে আক্রান্ত হয়ে অর্থের অভাবে সঠিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে পারতেছে না। তার স্বামী মোখলেছুর রহমান জানান আমি দীর্ঘ দুই বছর ধরে তার চিকিৎসা চালিয়ে আসতেছি আমার শেষ সম্বলবাড়ির জায়গাটি বিক্রি করে দিয়ে চিকিৎসা করিয়েছি এখন আমি নিরুপায় আমার কোন অর্থ নাই যে তার চিকিৎসা করাবো, ডাক্তারের মাধ্যমে জানা যায় খালেদা আক্তার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তবে তাকে থেরাপি গুলো সময় মতো দিতে পারলে হয়তোবা ভালো হতে পারে। খালেদার নিকটতম আত্মীয় স্কুল শিক্ষক কাজল জানান খালেদা আক্তারের চিকিৎসা করাতে হলে অনেক অর্থের প্রয়োজন, আমরা সকলে মিলে সহযোগিতা করলে এবং মহান আল্লাহ তাআলার হায়াত রাখলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে,তাই দেশবাসীর কাছে অনুরোধ আসুন আমরা সকলে সহযোগিতা হাত বাড়িয়ে দিই,আপনাদের সহযোগিতার মাধ্যমে বেঁচে যেতে পারে একটি তরতাজা প্রাণ। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
যোগাযোগের ঠিকা
মোসাম্মৎ খালেদ আক্তার
স্বামী মোঃমোকলেছুর রহমান
গ্রাম ভীম পুকুর
বোদা পঞ্চগড়
বিকাশ নম্বর, 01767329198
bank account, 2191580051815