নবীনগরে সাইদুল হক সাঈদের সমর্থনে বিশাল আনন্দ মিছিল এবং নবীনগর উপজেলা প্রেসক্লাবের ১যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোঃরকিব উদ্দিন নয়নঃ
৩ মে ২০২৫, শনিবার, নবীনগরে সাইদুল হক সাঈদের সমর্থকদের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় হাজার হাজার মানুষের অংশগ্রহণে মিছিলটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
সাইদুল হক সাঈদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া কামনা করেন এবং নবীনগরের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী সাইদুল হক সাঈদ ভাইয়ের আনন্দ মিছিলে অংশগ্রহণকারী সকলকে নবীনগর উপজেলা প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক মিন্টু ধন্যবাদ জানিয়েছেন।
সন্ধ্যা ৮টায় নবীনগর উপজেলা প্রেসক্লাবের একযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
অনুষ্ঠানটি নবীনগর বড় বাজারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের মাটি ও মানুষের নেতা সাইদুল হক সাঈদ, সভাপতি, নবীনগর মহিলা ডিগ্রী কলেজ ও সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী
কমিটি।
প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মোঃ নাজমুল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সঞ্জয় সাহা, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃখলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর,
সভাপতিত্ব করেন হেবজুল বাহার, সভাপতি, নবীনগর উপজেলা প্রেসক্লাব।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ফ্লোরা এক্সপ্রেস ব্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনা এবং বাউল শিল্পীর বিচ্ছেদ গান দর্শকদের মাতিয়ে রাখে।
আয়োজনে নবীনগর উপজেলা প্রেসক্লাব নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।