🔴নবীনগরে দুবাচাইলে মাদক নির্মুল কমিটি গঠনও মাদক বিরোধী জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত।
আলাউদ্দিন আকাশ, নবীনগর, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউপিতে “মাদক মুক্ত দুবাচাইল বাজেবিশাড়া গ্রাম চাই ” স্লোগানে মাদকদ্রব্য রোধকল্পে সর্বস্তরের গ্রামবাসীর উপস্থিতিতে ব্যাপক ভাবে জনসচেতনতা মূলক কর্মসূচি ও মাদক নির্মুলে গৌণ সাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২এপ্রিল ) বিকাল ৩ টায় নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের দুবাচাইল বাজেবিশাড়া গ্রামে ০৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে স্হানীয় রাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বপুরী এলাকাবাসীর অংশগ্রহণে এ মাদক বিরোধী জনসচেতনতা মূলক কর্মশালা ও মাদক নির্মুলে গন-সাক্ষর গ্রহণ করা হয়।
মাদক ব্যাবসা থেকে বিরত থাকতে সতর্কতা মুলুক নির্দেশনা প্রদান করা হয়। এসময় দুবাাচাইল বাজেবিশাড়া গ্রামের বিভিন্ন গোত্র প্রধানরা মাদক ও সন্ত্রাস বিরোধী বক্তব্য প্রদান করেন সেই সাথে মাদক নিয়ন্ত্রণে পুলিশ সহ অন্যান্য বাহিনীর হস্তক্ষেপ কামনা করে।
দুবাচাইল বাজেবিশাড়া গ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি নেতা জনাব আবুল হোসেনের সভাপতিত্বে মাদক নির্মুলে মাদক বিরোধী জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাক্ষণবাড়িয়া
-০৫ নবীনগর সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে #ধানেরশীষ প্রতিকে মনোনয়ন প্রত্যাশী’নবীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, জনাব আলী আজ্জম জালাল। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও পিতামাতাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও পিতামাতাদেরকে সন্তানদের প্রতি অনেক বেশি সচেতনতার দায়িত্ব নিতে হবে। সন্তানদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। মাদকের কুফল সম্পর্কে বর্ণনা করে তাদেরকে মাদকের প্রতি ঘৃণা সৃষ্টি করাতে হবে। যাতে তারা মাদকের মত ভয়াবহতা থেকে রক্ষা পায়। আর এই দুই গ্রামের মানুষেরা অতন্দ্র পহরির মতো পাহারাদার হয়ে সর্বদাই সচেতন ও খেয়াল৷ রাখতে হবে গ্রামের কোন মানুষ যেনো, মাদকের কারবারি করতে না পারে, মাদক কারবারি যত বড়বড় শক্তিশালী হউক কেনো তাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হাতেনাতে ধরাই দিতে হবে।।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাচাইল বাজেবিশাড়া ০৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, সিনিয়র সভাপতি মোঃ শফিকুল ইসলাম সুফি, সাংগঠনিক সম্পাদকও ইউপি সদস্য জনাব দবির উদ্দিন পেশকার, সেক্রেটারি, কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ এরশাদ মিয়া। যুবদল নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন
মাদক একটি সামাজিক অভিশাপ। যুব সমাজকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার। মাদকের রাহুগ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে দরকার সামাজিক সম্প্রতি ও সচেতনতা। তাই সমাজকে মাদকমুক্ত করতে হলে সবার আগে গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন।
বাজেবিশাড়া ঘাসফড়িং সমাজকল্যাণ সংঘের সাবেক সভাপতি ও সৌদি আরব প্রবাসী নজরুল ইসলাম সামদানী বলেন, তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আগামীর প্রজন্ম যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার দায়িত্ব নেবে তাদের একটি অংশ মাদকের ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে এটি রাষ্ট্রের এবং প্রতিটি এলাকা, মহল্লা,সমাজের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। তাই আগামীর প্রজন্মকে আরো সচেতনত করতে হবে। সভাপতির বক্তব্যে জনাব আবুল হোসেন বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। পিতামাতাকে সন্তানের সচেতনতার ব্যাপারে কঠোর দায়িত্ব নিতে হবে। সন্তান কোথায় যাচ্ছে! কি করছে! কোন ধরনের সহপাঠীদের সাথে মিশছে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আর দুবাচাইল বাজেবিশাড়া এই দুই গ্রামের ভেতর মাদক বিক্রি ও সেবনকারী যাঁরে পাবেন তাৎক্ষণিকভাবে গান৷ পিটুনি দিয়ে মাদক নির্মুল কমিটির মাধ্যমে পুলিশকে খবর দিবেন।