শিরোনাম :
১৭ বছরপর সব থেকে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য কাইতলা দক্ষিণ ইউনিয়নে লেগেছে উন্নয়নের ছোঁয়া। একুশেপদকপ্রাপ্ত আলী জাকেরের ছেলে ইরেশ জাকের নামে হত্যা মামলা ভূগর্ভস্থ পানির স্থর(Ground Water)বিপর্যয়ে ভোগান্তিতে নবীনগর পৌরবাসী গ্রীষ্মকালীন ছুটি কাজে আসে না কৃষক পরিবারের শিক্ষার্থীদের কোম্পানীগঞ্জে বশত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট থানায় অভিযোগ কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার নবীনগর শ্যামগ্রাম ইউনিয়নে জামায়াতের গণসংযোগ মহানগর ডিঙিয়ে কিশোর গ্যাং আতংক এখন নবীনগরে নবীনগরে রাতে আধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে কন্টাকটারের ক্ষমতা দেখিয়ে
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন লায়ন এবিএম শাহাদাত হোসেন

প্রতিনিধির নাম / ২৪ বার
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন লায়ন এবিএম শাহাদাত হোসেন

‎মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালী সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন লায়ন এবিএম শাহাদাত হোসেন।

‎মঙ্গলবার ( ৮ এপ্রিল ) নোয়াখালী সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রাম নিবাসী, বিশিষ্ট সমাজসেবক ও মরহুম এবিএম তোফাজ্জল হোসেন সাহেবের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন এবার নিজ এলাকার শিক্ষার উন্নয়নে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হয়ে এক মহতী দৃষ্টান্ত স্থাপন করলেন।

‎তিনি সম্পূর্ণ স্বতঃপ্রণোদিতভাবে পে-অর্ডারের মাধ্যমে ৩ (তিন) লক্ষ টাকা নিঃস্বার্থভাবে প্রদান করে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ -এর আজীবন দাতা সদস্য হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করালেন। তাঁর এই মহানুভবতা নিঃসন্দেহে স্থানীয় শিক্ষার উন্নয়নে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

‎লায়ন এবিএম শাহাদাত হোসেন এর পক্ষ থেকে তাঁর ছোট ভাই এবিএম মোয়াজ্জেন হোসেন, ও মোঃ হাসান ইকবাল লিটন অধ্যক্ষের নিকট ৩লক্ষ টাকার পে- অর্ডার হস্তান্তর করেন।

‎এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর সিইও লায়ন মো: আবদুস ছাত্তার, বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুস সাত্তার, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর আহ্বায়ক আহমেদ জাবের ও সদস্য সচিব কাউছার আহমেদ।

‎বর্তমানে টপস্টার গ্রুপের হেড অফিসে (গুলশান) কর্মরত লায়ন এবিএম শাহাদাত হোসেন সপরিবারে উত্তরা এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। পারিবারিক জীবনে তিনি টপস্টার গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর একমাত্র ভগ্নিপতি। তাঁর পরিবারের সদস্যরা শিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন এবং তাঁর বড় ছেলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রিধারী এবং বর্তমানে কানাডা প্রবাসী। মেজো ছেলে আমেরিকা থেকে বিবিএ সম্পন্ন করে বর্তমানে আমেরিকায় কর্মরত এবং সুপ্রতিষ্ঠিত। সেজো ছেলে কানাডা থেকে বিবিএ সম্পন্ন করে সেখানেই পেশাগতভাবে প্রতিষ্ঠিত। ছোট ছেলে বর্তমানে ঢাকায় পরিবারের সঙ্গে থেকে আরবী কারিকুলামে নবম শ্রেণীতে অধ্যয়নরত।

‎এদিকে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এর বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শারমিন আক্তার, সদস্য সচিব (অধ্যক্ষ) মাওলানা মো: নূরুল হুদা, কমিটির সদস্যবৃন্দ, সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্ট সকলেই লায়ন এবিএম শাহাদাত হোসেন এর এই মহানুভবতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ও মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করেন, আল্লাহ যেন লায়ন এবিএম শাহাদাত হোসেন কে সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও পার্থিব-পরকালীন সফলতা দান করেন, আমিন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ