ঈদুল ফিতর উপলক্ষে নবীনগর শাহবাজপুরে যুবকদের উদ্যেগে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।
আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি
গতকাল (১লা এপ্রিল)মঙ্গলবার ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা শাহবাজপুর গ্রামের সকল যুবকদের উদ্যেগে এক বিরাট ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে।
উক্ত প্রীতি ম্যাচে উপস্হিত ছিলেন হযরত মাওলানা আনিসুর রহমান,হেড মাওলানা কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়।হাসান মাহমুদ (মাষ্টার) শিক্ষক, নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়।আবু মুছা মাষ্টার মাঝিয়ারা উচ্চ বিদ্যালয়।
মোঃ সাইফুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। আব্দুল মোমেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
জামায়াত নেতা ছিদ্দিকুর রহমান, জামায়াত নেতা মোঃ সমির হোসেন।জামায়াত নেতা ৩ নং ওয়ার্ড সভাপতি জনাব শফিকুল ইসলাম (গোলাপ)।রায়হান হোসেন রোজেন সমাজ সেবক। ,ওবায়দুল্লাহ চাকুরীজীবি,বাকিউল্লাহ সরকারী চাকুরি জীবি।বিশিষ্ট ব্যবসায়ী জাফর উল্লাহ মানিক।সোহরাফ হোসেন,মোঃঅনিক, মোঃ ইমন, কৃষিবিদ আসাদুজ্জামান পারভেজ মোঃ রিফাত (প্রবাসী) সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।