নবীনগরে মুন্সী আঃ গফুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যেগে, ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটিবিষাড়া মুন্সী আঃ গফুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ব্যবস্থাপনায় রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার মু্ন্সী আঃ গফুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- হজরত মাওলানা আতিকুল ইসলাম সাহেব, মুন্সি আঃ গফুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ইয়া শরীফ হাসান কামালের
সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভিটিবিষাড়া ঈদগাহ মাঠের পেশ ইমাম হজরত মাওলানা আবুল হাসান সাহেব ও দামলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. শাহজাহান মিয়া প্রমুখ। ইফতার মাহফিলে বক্তারা বলেন, আমাদের গ্রামের মানুষ দেশেবিদেশে অবস্থান রত সকল কর্মজীবী ধর্মভীরু মানুষদের ঐকান্তিক সহায়তায় মুন্সি আঃ গফুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি বিরতিহীন ভাবে শিক্ষা কার্যক্রম চলমান ছিলো,
সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ ও করোনা সহ অতীতে সকল ধর্মীয় আচার অনুষ্ঠান ও হাফেজ ও এতিম ছাত্রদের পড়াশোনা কোনপ্রকার বাধাগ্রস্ত হয়নি । বক্তারা মাহে রমজানের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষের সেবায় সকলকে এগিয়ে আসতে আহবান জানান।
ভিটিবিশাড়া মুন্সি আঃ গফুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কার্যনির্বাহী কমিটি ও সর্বস্তরের গ্রামবাসীর সার্বিক সহযোগিতার উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ভিটিবিষাড়া গ্রামের সকল যুবসমাজ সেচ্ছাসেবক হয়ে ইফতারি বিতরণ সম্পূর্ণ করেন। এছাড়া ইফতার পূর্বক পবিত্র কোরআন থেকে পাঠ ও সিয়াম সাধনার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বয়ান করেন- হাফেজ মাওলানা জুবায়ের বিশেষ মোনাজাত শেষে উপস্থিত প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার ও বিরানি বিতরণ করা হয়।
#বিশেষ_প্রতিনিধি”
মো. আলাউদ্দিন আকাশের তথ্য ও চিত্রে- BrahmanbariaTv
Contract number- 01794001145