কোম্পানীগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা,
প্রতিবাদে মানববন্ধন
রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রতিবাদে উপজেলা সদর বসুরহাট বাজারে মানববন্ধন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৭ বছরের শিশু মুছাপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসায় যাওয়ার পথে কিশোর গাং এর নেতা শাহরুফ (১৮) আবু মিয়াজি বাড়ির দক্ষিণে শিশুটিকে একা পেয়ে রাস্তার পাশে ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় দিনমজুর স্থানীয় যুবক রাকিব কাজে যাওয়ার সময় ঝোপের মধ্যে শিশুটির চিৎকার শুনতে পায়। রাকিব এগিয়ে এলে ধর্ষক শাহরুফ পালিয়ে যায়। মুছাপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান জানান, শিশুটি আমাদের মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে।
শাহরুফ মুছপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর নবীর ছেলে। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত। শিশুটির বাড়িও একই এলাকায়।
মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুহিত বলেন, এঘটনায় সামাজিকভাবে ২০হাজার টাকার বিনিময়ে দফা রফা করার চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগীর মা রাজি না হওয়াতে আমরা মামলা করার সিদ্ধান্ত নিই।
ধর্ষণের চেষ্টা ঘটনার প্রতিবাদে এবং ধর্ষক শাহরুফকে অতিদ্রুত গ্রেফতার করে শাস্তির দাবীতে রোববার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা সদর বসুরহাট বাজারের জিরো পয়েন্টের মুগ্ধ চত্বরে ইউনাইটেড স্টুডেন্টস্ অফ কোম্পানীগঞ্জ এর ব্যানারে মানববন্ধন করে।
এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোঃ ফৌজুল আজিম জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় আজ রবিবার ভোরে মামলা দায়ের করা হয়েছে। আসামী শাহরুফকে অতিদ্রুত গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।