হাজী আব্দুল বারেক বেপারীর দাফন সম্পূর্ণ
নবীনগর পৌর এলাকার আলমনগরের শালিস কারক হাজী বারেক বেপারি(৯০)নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে শুক্রবার রাত ১১:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুমের জানাজার নামাজ শনিবার জোহরের নামাজের পর আলমনগর মধ্যপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
মধ্য পাড়া জামে মসজিদের সাবেক পেশ ইমাম ক্বারী আব্দুল খালেক হুজুর জানাজা নামাজের ইমামতি করেন।জানাজা নামাজে গ্রাম ও পৌর এলাকার অন্যান্য গ্রাম থেকে অনেক আত্নীয় স্বজন অংশগ্রহন করেন।
জানাজা শেষে তাকে আলমনগর কবর স্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গিয়েছেন।