নবীনগরে সাংবাদিকের মাতৃবিয়োগ
মোঃখলিলুর রহমান খলিলঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন মনিরের মমতাময়ী মা সুফিয়া খাতুন (৮০) মঙ্গলবার রাত ১০ টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার যোহর নামাজের পর আলীয়াবাদ দক্ষিণ পাড়া কবরস্থান মাঠে জানাজা নামাজ শেষে আলীয়াবাদ দক্ষিণ পাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি মৃত্যুকালে স্বামী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাজা নামাজের ইমামতি করেন মরহুমার নাতি এএম জাহিদ হাসান নওশাদ।
মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা ও উপজেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।