এইচএসসি ফলাফল ২৪ পাথরাজ সরকারি কলেজ বোদা উপজেলায় সেরা।
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত পাথরাজ সরকারি কলেজ। বোদা উপজেলার স্বনামধন্য কলেজ পাথরাজ সরকারি কলেজ। এখানকার লেখাপড়ার মান খুবই ভালো এবং কলেজের পরিবেশ চমৎকার। এখানকার শিক্ষক শিক্ষিকারা যত্ন সহকারে ছাত্র-ছাত্রীদের পড়ালেখা করান।পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া উল হক জমাদার গণমাধ্যম কর্মীদের জানান শিক্ষক শিক্ষিকাদের কঠোর পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা বোদা উপজেলায় এইচএসসি রেজাল্টে সেরা হয়েছেি,এবং তিনি আরো জানান ছাত্র-ছাত্রীরা যদি নিয়মিত কলেজে আসে তাহলে তাদের বাইরে প্রাইভেট পড়তে হবে না।এবারে মোট শতকরা পাশের হার ৭৮. ১৭।মোট পরীক্ষার্থী ৫৪৯জন।অংশগ্রহণ করেছে ৫৪৫জন।পাশ করেছে, ৪২৬জন।জিপিএ 5 পেয়েছে মোট ২৪ জন,মানবিক ১৩জন,ব্যবসা শিক্ষা, ০৩জন,বিজ্ঞান শাখা, ০৮জন।