নবীনগরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
মোঃ খলিলুর রহমান খলিলঃ আজ ৩০ /০৯/২০২৪ রোজ রবিবার বিকাল চারটা ত্রিশ মিনিটে উপজেলা পরিষদ রোডে নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে চাকুরীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।
এ সময় চারশোর মতো প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
মানব বন্ধন শেষে প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের নিকট স্মারকলিপি প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ও যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন।