নবীনগরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সহকারী প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
মোঃখলিলুর রহমান খলিলঃ আজ ২৯/০৯/২০২৪ রোজ রবিবার বিকাল চারটা ত্রিশ মিনিটে উপজেলা পরিষদ গেইটে নবীনগর সহকারী শিক্ষক পরিষদের ব্যানারে চাকুরীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সহকারী শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক মনির হোসেনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
লুৎফর রহমান,সহঃশিঃ লাপাং সরঃপ্রাঃবিঃ,মীর মনির সহঃশিঃ বানিয়াচং সপ্রাবি,মনিরুল ইসলাম কালন,সহঃশিঃ চুউরিয়া সরঃপ্রাঃবিঃ, জেসমিন খানম,পঃশিঃ(চলতি দায়িত্ব)বগডহর উত্তর সপ্রাবি
ফারুক মিয়া,প্রঃশিঃ(চলতি দায়িত্ব) ধরাভাঙ্গা সপ্রাবি
,দেব্রবত চক্রবর্তী,প্রঃশিঃ(ভারপ্রাপ্ত) বিদ্যাকুট পশ্চিম সপ্রাবি ৷
জেসমিন আক্তার,সহঃশিঃ রুদ্রাক্ষবাড়ি সপ্রাবি
কামরুজাম্মান সহঃশিঃ
মেহেদি হাসান,সহঃশিঃ চরলাপাং দঃ সপ্রাবি ৷
,জালাল উদ্দিন বিপ্লব,সহঃশিঃকাজিমাবাদ সপ্রাবি
রুহুল আমিন,সহঃশিঃ উরহুলিয়া সপ্রাবি ৷ প্রমুখ ৷
এ সময় চারশোর মতো প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সমন্বয়ক বাবুল সরকার।