গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা ২০২৪ অনুষ্ঠিত।
সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:
অদ্য ১০ জুলাই বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে জুন -২০২৪ এর অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহবুব আলম বিপিএম , পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
প্রথমে কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
পরবর্তীতে অপরাধ পর্যালোচনা সভায় জিএমপি মহানগরের দায়েরকৃত সকল মামলার উদঘাটন এবং নিষ্পত্তি নিয়ে আলোচনা করা হয়। অনুঘাটিত মামলা কারণ এবং নিষ্পত্তির দ্রুত ব্যবস্থা গ্রহনের দিকনির্দেশনামূলক নির্দেশনা দেওয়া হয়।
এসময়ে আরও যারা উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।