সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হোটেল শ্রমিক মতিয়ার দেশবাসীর কাছে আর্থিক এর সাহায্যের আবেদন।
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলা চন্দনবাড়ী ইউনিয়নের শিমলতলি গ্রামের স্থায়ী বাসিন্দা মতিয়ার রহমান। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন হোটেলে হোটেল শ্রমিকের কাজ করে আসতে ছিল,বর্তমানে সে বন্ধু হোটেলে কর্মরত,বেশ কিছুদিন আগে হোটেল শ্রমিক মতিয়ার রহমান চন্দনবাড়ি শিমুলতলীতে ট্রাকে ধাক্কায় গুরুতর আহত ও জখম হয়,একটি পা ভেঙ্গে যায় মাথায় গুরুতর আঘাত পায়, বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২১ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসা করার মত খরচ তার পরিবারের নেই। মানুষ হিসাবে মতিয়ার রহমান খুবই ভালো মানুষ খুবই ভদ্র নম্র সৎ মানুষ হিসাবে সবার কাছে পরিচিত। বর্তমানে সে অর্থের অভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মানবতার জীবন যাপন পালন করতেছে, ডাক্তারা বলেছেন তার চিকিৎসা করতে হলে অনেক টাকার প্রয়োজন তাই হোটেল শ্রমিক মতিয়ার রহমান বোদা উপজেলা সহ দেশবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। আপনাদের আর্থিক সহযোগিতার কারণে বেঁচে যেতে পারে হত দরিদ্র অসহায় হোটেল শ্রমিকের প্রাণ।
টাকা পাঠানো এবং যোগাযোগের ঠিকানা বিকাশ নগদ রোকেট বন্ধু হোটেল বোদা বাইপাস মোর বোদা পঞ্চগড়। মোবাইল ০১৯১৩৮৫০০৮৩।