পূবাইল থানা পুলিশের অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-০১
সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) সামাদ শেখ তার সঙ্গীয় ফোর্সসহ পূবাইল থানা এলাকায় দিবাকালিন ডিউটি করাকালিন সময় গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুন শুক্রবার
পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামী গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন হায়দরাবাদ (তালতলা খিলারপাড়া জামগাছ তলা) একাকার সোবাহান মিয়ার ছেলে মোঃ ফরহাদ(২৫)।
জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান,
জিআর নং-১৬৯/২০, প্রসেস নং-২৮৬/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ফরহাদ(২৫)কে হায়দরাবাদ (তালতলা খিলারপাড়া জামগাছ তলা) এলাকা থেকে গ্রেফতার করে থানার হাজির করা হয় এবং বিধি মোতাবেক আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।