বোদা সদর হাসপাতালে বিনামূল্যে বিভিন্ন ধরনের অপারেশন করানো হয়।
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা সদর হাসপাতালে বিনামূল্যে অপারেশন করতেছেন সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ ডাক্তার এবং নার্সরা।এখানে সিজার, হাইড্রোসিল, হার্নিয়া,পাইলস, ফিস্টুলা টিউমার, সহ নানা রকম ছোট বড়ো অপারেশন বিনামূল্যে করানো হয়। একজন টিউমারের রোগী ফরিদা পারভীন গণমাধ্যম কর্মীদের জানান গতকালকে আমি টিউমার অপারেশন করেছি, বর্তমানে বোদা সদর হাসপাতালে সেবার মান খুবই ভালো ডাক্তার এবং নার্সরা
যত্নসহকারে রোগীদের অপারেশন করান হাসপাতালের পরিবেশ অনেক ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। একজন সিজারের রোগী জানান ক্লিনিকের চেয়ে বোদা হাসপাতালে অপারেশনের মান অনেক ভালো। বোদা হাসপাতালে অনেক অসহায় গরিব দুস্থ রোগীরা বিনামূল্যে সেবা পাচ্ছে। গতকালকে রাতে হাসপাতালে গিয়ে দেখা যায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ লুৎফুল কবির রাত ১টা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে রোগী দেখছেন। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোদা হাসপাতালে জয়েন্ট করার পর থেকে হাসপাতালে রোগীরা সঠিক স্বাস্থ্য সেবা পাচ্ছে এবং আগের তুলনায় বোদা হাসপাতালের স্বাস্থ্যসেবার মান অনেক ভালো। লুৎফুল কবির গণমাধ্যম কর্মীদের জানান বর্তমানে বোদা হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি কোন বেট ফাকা নাই এবং ফ্লোরে অনেক রোগী আছে। বোদা হাসপাতালে ৫০ থেকে ১০০টি আসন বারানো হলে রোগীদের সেবার মান আরো বাড়বে।