বিএমডিএ’র ৩ দিনের প্রশিক্ষণ শুরু
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র ৩ দিনব্যাপী কৃষক অপারেটর ও ডিলার প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে মোট ২৫ জন অংশ নেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বিএমডিএ’র রাজশাহী প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান, বিএমডিএ’র সিরাজগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জের বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ, জেলা বিএমডিএ’র সহকারী ব্যবস্থাপক মো. হাফিজুল কবীরসহ অন্যরা।
প্রশিক্ষণে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। আধুনকি কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করতে প্রশিক্ষনের বিকল্প নেই। ভূপৃষ্ঠ পানি ও সৌরশক্তিকে কাজে লাগিয়ে আধুনিক ও বিজ্ঞানসম্মত কৃষি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য বিএমডিএ নিরলস ভাবে কাজ করছে।