নবীনগরে জননেতা মাহবুবুল আলম এর ১৬ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, প্রয়াত জননেতা মাহবুবুল আলম এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলার দৌলতপুর মার্কেট প্রাঙ্গনে মাহবুবুল আলম স্মৃতি সংসদের সভাপতি হাজী মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নাঈমুর রহমান সার্বিক তত্ত্বাবধানে স্মরণ সভায় বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, খারঘর গণকবর বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ জীবন, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন পান্না, খলিল পরদেশী, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য ফখরুল আলম টনিক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম কিবরিয়া দুলাল, সাংবাদিক এম. নুরুল আলম সরকার, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোঃ রুপ মিয়া, সাবেক মেম্বার মোঃ আবু কালাম, আব্দুল জলিল, মোঃ আক্কাস ভূইয়া প্রমুখ।
স্মরণসভায় বক্তাগণ মাহবুবুল আলমের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করার পাশাপাশি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ম্যুরাল স্থাপনের দাবী জানান।
স্মরণসভা সঞ্চলনা করেন মাহবুবুল আলম স্মৃতি সংসদের শিক্ষা সাহিত্য সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুল্লাহ্ আল মাহমুদ।