ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক টাকার চেক-অনুদান ও ভিক্ষুকদের ভেড়া বিতরণ
মোঃ নুর সাইদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর ধামইরহাটে ২৯১ জনের মাঝে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ২৫ লক্ষাধিক টাকার চেক, শিক্ষার্থী ও দুঃস্থ্যদের মাঝে নগদ অর্থ ও ভেড়া বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১ টায় উপজেলা উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতায় সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩৮ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থী ৮০ জনকে ও ৫০ বছর বয়সের উর্ধে বয়স্ক নারী-পুরুষ ১৫৫ জনের মাঝে নগদ ৪ লাখ ১১ হাজার ২৫০ টাকা এবং ভিক্ষুক পূনর্বাসনের লক্ষে ২ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ১৮ জন ভিক্ষুককে ২টি করে উন্নত গাড়ল প্রজাতির ভেড়া বিতরণ করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম, অনুষ্ঠানের সঞ্চালক যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।