নবীনগরের উন্নয়নে জনপ্রতিনিধিদের পাশে ভাই হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল
প্রতিনিধির নাম
/ ৪২৫
বার
আপডেট :
সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
নবীনগরের উন্নয়নে জনপ্রতিনিধিদের পাশে ভাই হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল
মোঃ খলিলুর রহমান খলিলঃ আজ ১২/০১/২০২৩ রোজ সোমবার নবীনগর উপজেলা মিলনায়তনে নবীনগর পৌর মেয়র,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বারদের সাথে মত বিনিময় করেন নবীনগর আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
ফয়জুর রহমান বাদল তাঁর বক্তব্যে বলেন, “আমি সর্ব প্রথমে প্রতিটি ইউনিয়নে একটি করে মসজিদের উন্নয়নে নজর দেবো, আমার সময়ে উন্নয়ন হবে স্পষ্ট ও সদৃশ্য, জনপ্রতিনিধিদের বলেন আপনারা যেকোনো সময় যেকোনো বিষয়ে আমার সাথে আলোচনা করবেন উন্নয়নে আমি আপনাদের ভাই হয়ে পাশে থাকতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, পৌর মেয়র এডভোকেট শিব সংকর দাশ, এসিল্যান্ড মাহমুদা জাহান, প্রমুখ।