আওয়ামী লীগের প্রার্থী ফয়জুর রহমান বাদল এর পক্ষে প্রচারনাসভায় নবীনগরে একুশে পদকপ্রাপ্ত সারা জাকের
মোঃখলিলুর রহমান খলিল ঃ আজ ২৮/১২/২০২৩ রোজ বৃহস্পতিবার রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রতনপুর খেলার মাঠে নবীনগর আসনের নৌকার প্রার্থী ফয়জুর রহমান বাদল এর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দায়েম বিজয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি ফয়জুর রহমান বাদল
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রতনপুরের কৃতিসন্তান আলী যাকেরের সহধর্মিণী একুশে পদকপ্রাপ্ত সারা যাকের
আলী জাকেরের ছেলে ইরেশ যাকের।
ফয়জুর রহমান বাদল ২৮ ডিসেম্বর রতনপুর ইউনিয়নের খাগাতুয়া,মাঝিয়ারা,বিটিবিশারা,দুবাচাইল,শাহপুর ও রতনপুরে ছয়টি অনুষ্ঠানে যোগদান করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নবীনগর আসনের প্রার্থী ফয়জুর রহমান বাদল তাঁর বক্তব্যে সামাজিক নিরাপত্তা,আইনের শাসন প্রতিষ্ঠা, শিক্ষাও উন্নয়ন নিয়ে কথা বলেন।
একুশে পদকপ্রাপ্ত সারা যাকের ফয়জুর রহমান বাদল এর সাথে আলী যাকের বিভিন্ন স্মতির বর্ণনা দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন।
দুবাচাইল সভায় সভাপতিত্ব করেন আব্দুর রৌফ তুহিন। পরিচালনা করেন জিএস রুহুল আমিন। শাহপুর সভায় সভাপতিত্ব করেন আবু হানিফ ও পরিচালনা করেন এনামুল হক সুজন।
রতনপুরের অনুষ্ঠানে পরিচালনা করেন ফকরুল মেম্বার।
প্রতিটি অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও হাজার হাজার ভোটার উপস্থিত ছিলেন