শিরোনাম :
নবীনগরের পঞ্চবটি মন্দিরে চুরি, জড়িত থাকার অভিযোগে আটক ১ নোয়াখালী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রশাসনিক কমিটি গঠন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত। নবীনগরে একযুগ পর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী বিমানবন্দর থেকে আটক। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কাইতলা দক্ষিণ ইউনিয়নে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি ও নবীনগর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম রফিকুল ইসলাম দেনুর স্বরণ সভা অনুষ্ঠিত নবীনগর পৌর সদরে অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে নগদ অর্থ ও কম্বল বিতরন করলেন ইউএনও রাজিব চৌধুরী আনিত অভিযোগ মিথ্যে দাবী জানিয়ে জালাল পাশা এর সংবাদ সম্মেলন। নবীনগরে পূর্ব শত্রুতার জের ধরে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ সেনবাগে মাটির ট্রাক্টরের ধাক্কায় নিহতের ঘটনায় গ্রেফতার ২
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

সফল অভিনেতা রিয়াজ

প্রতিনিধির নাম / ৭৩২ বার
আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

#রিয়াজ অভিনীত সিনেমার তালিকা:❤️🌸❤️
==========🌸🌸================
১.বাংলার নায়ক- ০৩ মার্চ,১৯৯৫
২.প্রিয়জন- ১৪ই জুন,১৯৯৬
৩.অজান্তে- ২রা আগষ্ট,১৯৯৬
৪.বাঁচার লড়াই- ১লা আগষ্ট,১৯৯৭
৫.পৃথিবী আমারে চায় না- ০৩ অক্টোবর,১৯৯৭
৬.হৃদয়ের আয়না- ১০ অক্টোবর,১৯৯৭
৭.মন মানে না- ২১ নভেম্বর,১৯৯৭
৮.তুমি শুধু তুমি- ০৫ ডিসেম্বর,১৯৯৭
৯.প্রানের চেয়ে প্রিয়-১২ ডিসেম্বর,১৯৯৭
১০.পৃথিবী তোমার আমার- ১৪ মার্চ,১৯৯৮

১১.মিথ্যার মৃত্যু- ৮ই মে,১৯৯৮
১২.এই জীবন তোমার আমার- ১৫ মে,১৯৯৮
১৩.বিয়ের ফুল- ৫ই জানুয়ারি,১৯৯৯
১৪.আমি তোমারি- ১২ ফেব্রুয়ারি,১৯৯৯
১৫.স্বপ্নের পুরুষ- ২৯ মার্চ,১৯৯৯
১৬.ভালোবাসি তোমাকে- ২৯ মার্চ,১৯৯৯
১৭.বুক ভরা ভালোবাসা- ৩০ এপ্রিল,১৯৯৯
১৮.হৃদয়ে লেখা নাম- ২রা জুলাই,১৯৯৯
১৯.কাজের মেয়ে- ১০ সেপ্টেম্বর,১৯৯৯
২০.নয়নের নয়ন- ২৪ সেপ্টেম্বর,১৯৯৯

২১.ভয়ঙ্কর বিষু- ১ অক্টোবর,১৯৯৯
২২.আশা আমার আশা- ৯ জানুয়ারি,২০০০
২৩.এ বাঁধন যাবে না ছিঁড়ে- ৯ জানুয়ারি,২০০০
২৪.নারীর মন- ৯ জানুয়ারি,২০০০
২৫.বিদ্রোহ চারিদিকে- ৯ জানুয়ারি,২০০০
২৬.মনে পড়ে তোমাকে- ১৭ মার্চ,২০০০
২৭.কারিশমা- ১৭ মার্চ,২০০০
২৮.নি:শ্বাসে তুমি বিশ্বাসে তুমি- ৯ জুন,২০০০
২৯.ধাওয়া- ৩০ জুন,২০০০
৩০.এরই নাম দোস্তী- ২৫ আগষ্ট,২০০০

৩১.সাবধান- ১৫ সেপ্টেম্বর,২০০০
৩২.ক্ষ্যাপা বাসু- ২৭ অক্টোবর,২০০০
৩৩.এই মন চায় যে- ২৮ ডিসেম্বর,২০০০
৩৪.বস্তির মেয়ে-১৬ ফেব্রুয়ারি, ২০০১
৩৫.কঠিন বাস্তব- ০৭ মার্চ,২০০১
৩৬.দুই দুয়ারী- ২৩ মার্চ,২০০১
৩৭.মন- ২৭ এপ্রিল,২০০১
৩৮.প্রেমের তাজমহল- ১৩ জুলাই,২০০১
৩৯.ইবলিশ- ৩১ আগষ্ট,২০০১
৪০.মনে রেখো আমায়- ১৪ সেপ্টেম্বর,২০০১
৪১.স্বপ্নের বাসর- ১৭ ডিসেম্বর,২০০১
৪২.গুন্ডার প্রেম- ১৭ ডিসেম্বর,২০০১

৪৩.শ্বশুরবাড়ি জিন্দাবাদ- ১৭ ডিসেম্বর,২০০১
৪৪.খবরদার- ১১ জানুয়ারি,২০০২
৪৫.দলপতি- ২৫ জানুয়ারি,২০০২
৪৬.হৃদয়ের বন্ধন- ২৩ ফেব্রুয়ারি,২০০২
৪৭.ওদের ধর- ১৫ ই মার্চ ২০০২
৪৮.মিলন হবে কত দিনে- ১২ এপ্রিল,২০০২
৪৯.মায়ের সম্মান- ২৬ এপ্রিল,২০০২
৫০.ভালোবাসার শত্রু-০৫ জুলাই,২০০২
৫১.লাল দরিয়া- ০৯ আগষ্ট,২০০২
৫২.মাটির ফুল- ২৯ আগষ্ট,২০০২
৫৩.ভালোবাসা কারে কয়- ১৮ অক্টোবর,২০০২

৫৪.ও প্রিয়া তুমি কোথায়- ৭ ডিসেম্বর,২০০২
৫৫.সুন্দরী বধূ- ৭ ডিসেম্বর,২০০২
৫৬.জামাই শ্বশুর- ১৪ মার্চ,২০০৩
৫৭.অন্তরে ঝড়- ২রা মে,২০০৩
৫৮.নসিমন- ৯ই মে,২০০৩
৫৯.স্বপ্নের ভালোবাসা- ২৫ জুলাই,২০০৩
৬০.মনের মাঝে তুমি- ১৫ আগষ্ট,২০০৩
৬১.মেঘের পরে মেঘ- ২৬ মার্চ,২০০৪
৬২.নষ্ট- ০২ জুলাই,২০০৪
৬৩.তোমার জন্য পাগল- ১৫ নভেম্বর,২০০৪

৬৪.শ্যামল ছায়া- ১৫ নভেম্বর,২০০৪
৬৫.প্রেম করেছি বেশ করেছি- ৩ ডিসেম্বর,২০০৪
৬৬.রং নাম্বার- ২০ জানুয়ারি,২০০৫
৬৭.শাস্তি- ২০ জানুয়ারি,২০০৫
৬৮.বিষাক্ত চোখ- ২৯ এপ্রিল,২০০৫
৬৯.হাজার বছর ধরে- ০৮ আগষ্ট,২০০৫
৭০.মোল্লা বাড়ির বউ- ২ সেপ্টেম্বর,২০০৫
৭১.বাঁধা- ০৪ নভেম্বর,২০০৫
৭২.টাকা- ০৪ নভেম্বর,২০০৫
৭৩.ছোট্ট একটু ভালোবাসা- ০৪ নভেম্বর,২০০৫

৭৪.না বোল না- ০৭ এপ্রিল,২০০৬
৭৫.বিদ্রোহী পদ্মা- ১৪ এপ্রিল,২০০৬
৭৬.সাথী তুমি কার- ২১ এপ্রিল,২০০৬
৭৭.মালেকা সুন্দরী- ২৮ জুলাই,২০০৬
৭৮.হৃদয়ের কথা- ১৮ আগষ্ট,২০০৬
৭৯.বকুল ফুলের মালা- ২৮ সেপ্টেম্বর,২০০৬
৮০.ভালোবাসা ভালোবাসা- ২৫ অক্টোবর,২০০৬
৮১.খেলাঘর- ২০০৬
৮২.তুমি কত সুন্দর- ০১ জানুয়ারি,২০০৭
৮৩.ধনী গরীবের প্রেম- ২৬ জানুয়ারি,২০০৭

৮৪.বিয়ের লগন- ৩০ মার্চ,২০০৭
৮৫.দারুচিনি দ্বীপ- ৩১ আগষ্ট,২০০৭
৮৬.একজন সঙ্গে ছিল- ১৪ অক্টোবর,২০০৭
৮৭.মেয়ে সাক্ষী- ১৪ অক্টোবর,২০০৭
৮৮.জীবনের চেয়ে দামী- ২১ ডিসেম্বর,২০০৭
৮৯.তোমাকেই খুঁজছি- ১৮ জুলাই,২০০৮
৯০.মেঘের কোলে রোদ- ১ আগষ্ট,২০০৮
৯১.আকাশ ছোঁয়া ভালোবাসা- ২৪ অক্টোবর,২০০৮
৯২.চন্দ্রগ্রহণ- ২৯ নভেম্বর,২০০৮
৯৩.কি যাদু করিলা- ০৯ ডিসেম্বর,২০০৮

৯৪.কে আমি- ০২ জানুয়ারি,২০০৯
৯৫.তুমি আমার স্বামী- ৬ ফেব্রুয়ারি,২০০৯
৯৬.মন বসে না পড়ার টেবিলে- ০৩ এপ্রিল,২০০৯
৯৭.চাঁদের মত বউ- ১০ এপ্রিল,২০০৯
৯৮.শুভ বিবাহ- ১৭ এপ্রিল,২০০৯
৯৯.বধূ তুমি কার- ২৯ মে,২০০৯
১০০.এবাদত- ০৩ জুলাই,২০০৯
১০১.ভালোবেসে বউ আনবো- ২৪ জুলাই,২০০৯
১০২.চিরদিন আমি তোমার- ৩০ অক্টোবর,২০০৯
১০৩.মন ছুঁয়েছে মন- ১৮ অক্টোবর,২০০৯

১০৪.বাজাও বিয়ের বাজনা- ১৫ জানুয়ারি,২০১০
১০৫.জমিদার- ১২ মার্চ,২০১০
১০৬.মধুমতি- ১৪ এপ্রিল,২০১১
১০৭.কুসুম কুসুম প্রেম- ৩১ আগষ্ট,২০১১
১০৮.দুই পুরুষ- ৩১ আগষ্ট,২০১১
১০৯.শিরি ফরহাদ- ২২ মার্চ,২০১৩
১১০.বন্ধু তুমি আমার- ১৬ অক্টোবর,২০১৩
১১১.লোভে পাপ পাপে মৃত্যু- ১৪ ফেব্রুয়ারি,২০১৪
১১২.সুইটহার্ট- ১২ ফেব্রুয়ারি,২০১৬
১১৩.কৃষ্ণপক্ষ- ২৬ ফেব্রুয়ারি,২০১৬
১১৪.অপারেশন সুন্দরবন- ঈদ উল আযহা(২০২০)।

এছাড়া ২০০৪ সালে ‘টক ঝাল মিষ্টি’ নামে টেলিমুভি মুক্তি পায় ও দুই নয়নের আলো,বিন্দুর ছেলে ও এক কাপ চা সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ